Posts

Showing posts from August, 2017

লিনাক্স নিয়ে ধারাবাহিক পর্বের আজ ২য় পর্ব

Image
গত পর্বে জিজ্ঞেস করেছিলাম লিন্যাক্স কি ??  অনেকে মনে করেন লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। কিন্তু আসলে লিনাক্স কোন অপারেটিং সিস্টেম নয় , বরং এটি হলো একটি কার্নেল। কার্নেল মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। কার্নেল নিয়ে পরে আলোচনা করছি। এবার আলোচনা করবো লিনাক্স এর বাকী ইতিহাস নিয়ে। রিচার্ড স্টলম্যানের পর এবার আসি লিনুস বেনেডিকট নিয়ে , নোবেল বিজয়ী আমেরিকান রসায়নবিদ “ লিনুস পলিং ” এর সাথে মিল রেখে বাবা মা সখ করে ছেলের নাম রাখেন লিনুস বেনেডিক্ট টরভাল্ডস । লিনুস এর দাদা , বাবা , মা সবাই সাংবাদিক ছিলেন। ছোট বেলা থেকেই লিনুস এর খেলাধুলা বা অন্যসব কিছুতে উৎসাহ কম ছিল , সারাদিন নিজেকে নিয়েই থাকত , এমন সময় তার নানা তাকে কিনে দিল একটি কম্পিউটার ( কমোডোর ভি আই সি - ২০ ) , তখনকার কম্পিউটারে প্রোগ্রাম ছিল অনেক কম ফলে অল্প কয়েকদিনের মধ্যেই লিনুস এই কম্পিউটারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলল , কম্পিউটারকে ভাল মত বুঝার জন্য